বগুড়ার সান্তাহারে মাদকবিরোধী অভিযানে আটক-৭
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) শুক্রবার রাত ১০:২১, ২৪ জুলাই, ২০২০
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার সান্তাহার পৌর এলাকার ডালপট্রির মৃত আতোয়ার রহমানের ছেলে রতন হোসেন (২৭), পাথরকুটার মকবুল হোসেনের ছেলে শাহিদ হোসেন (২৭), ইয়ার্ড কলোনীর মৃত নজরুল হোসেনর ছেলে শামীম হোসেন (৪৫),লকু পশ্চিম কলোনীর রবি ঠাকুরের ছেলে রোকন ওরফে টোটন (২৫), কলসা হলুদ ঘরের মৃত ছামাদ সরদারের ছেলে মানিক হোসেন (২৬), ঘোড়াঘাট মহল্লার মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও ঢাকাপট্রি প্রবাসীপাড়ার মৃত জমিরুদ্দীনের ছেলে মাহাবুব আলমকে (৫০) গ্রেপ্তার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান বলেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাড়াশী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ২২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।