ঢাকা (রাত ১:৪৯) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার রাত ০২:০৯, ১০ জুলাই, ২০২১

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) গতকাল শুক্রবার দুপুর থেকে হঠাৎ করে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকার নির্দেশ দিয়েছে।

ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের যাত্রী ও মালিকরা। কারণ যাত্রীবাহী গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ফেরি পারাপার হচ্ছিল। ওই আশায় দক্ষিণাঞ্চল থেকে শুক্রবার ছুটির দিনে হাজার হাজার প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাকগুলো দৌলতদিয়া ঘাটে এসে দুপুর থেকে পার হতে না পেরে চরম বিপাকে পরেছে।

ফলে বাধ্য হয়েই অনেক যাত্রী ট্রলারে পদ্মা ও যমুনা পাড়ি দিচ্ছেন। তবে বিশেষ অনুমতিতে অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী কিছু ট্রাক পার হতে পারছে।

শুক্রবার দুপুরে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। যা আগামী ১৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় সারা দেশে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT