ঢাকা (রাত ১১:৫১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র সদর দপ্তরে ৫কোটি টাকার মাদক ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৫কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৯বিজিবি ব্যাটালিয়ন।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৫কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৯বিজিবি ব্যাটালিয়ন।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:৪১, ২ ডিসেম্বর, ২০১৯

এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৫কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৯বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (২ডিসেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রায় ঘণ্টাব্যাপী এসব
মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও ২৯ বিজিবি’র
মেডিকেল অফিসার মেজর এম.আবু তাহের এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান(ফিজার)
এমপি বলেন,মাদক একটি সমাজ,একটি দেশ,একটি পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাবার মূল হাতিয়ার।

তাই বিজিবি, র‌্যাব,পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বড়বড় চালান ধরলেই মাদক নির্মূল হয়ে যাবে এটি
ভাবার কোন কারণ নেই। মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে ধরে কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, মাদক
পাচারকারী ও মাদক বিক্রেতাকে সহায়তাকারীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে হবে এজন্য সকল শ্রেণী পেশার
মানুষকে এক যোগে কাজ করতে হবে।

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপ-মহাপরিচালক দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ সোহরাব
হোসেন ভূঁঈয়া (পিবিজিএম,পিএসসি,জি+),দিনাজপুর ৪২ বিজিব’র অধিনায়ক কর্ণেল গাজি নাহিদুজ্জামান (পিএসসি), জেলা
প্রশাসক মোঃ মাহামুদুল আলম, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর ৪২বিজিবি’র অতিরিক্ত
পরিচালক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল্ ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুস সালাম চৌধুরী, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট লিমেন রায়, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

 

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ্ আবেদ বলেন, গত ১ জানুয়ায়ী ২০১৮ হতে
থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত ২৯ বিজিবি’র সদস্যদের বিভিন্ন অভিযানে জব্দকৃত ৪০ হাজার ৩০৭ বোতল
ফেন্সিডিল,ফেন্সিডিল লুজ ১৭লিটার,দেশী মদ ৪২লিটার,১৯০ বোতল বিদেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন ১০হাজার ১৩১টি,
যৌন উত্তেজক ট্যাবলেট ১লক্ষ ৫৮ হাজার ৯৮০ পিস, যৌন উত্তেজক সিরাপ ২৯হাজার ৩০৯ বোতল, গাঁজা ২১.৩৫ কেজি,ভাং
১৯ কেজি,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মদ বানানো বড়ি ৫.৫০০ কেজি যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫৪ লক্ষ টাকা। অন্যদিকে
দিনাজপুর ৪২ বিজিবি’র গত ২২ আগষ্ট ২০১৮ থেকে ২০ নভেম্বর ২০১৯ পর্যন্ত ৩৮ লক্ষ ৯হাজার টাকার মাদকসহ
সর্বমোট ৪ কোটি ৪২ লক্ষ ৯ হাজার টাকা মূল্যের আটককৃত মাদক ধ্বংস করা হলো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT