প্রধানমন্ত্রীর তহবিলের পাঁচ লাখ টাকার ছাগল ও দোকান পেল ২৯ ভিক্ষুক
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ০৮:৫৬, ২৪ জুন, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত চার লক্ষ টাকা দিয়ে ২১জন ভিক্ষুকের মাঝে ৮৪টি ছাগল বিতরণ এবং ৪জনকে ২৫হাজার টাকা করে এক লক্ষ টাকা দিয়ে দোকান করে দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়। জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যেগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২৯জন ভিক্ষুককে পাঁচলক্ষ টাকায় দোকান ও ছাগল প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, আদমদীঘি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সকল ভিক্ষুকের নামের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ভিক্ষুক এসব সুবিধা পাবেন।