প্রতিদিন রাত ৮টার মধ্যে ঔষধের দোকান ব্যতিত সব দোকান বন্ধের নির্দেশ
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ১০:৩৪, ২৩ মার্চ, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় প্রতিদিন রাত ৮টার মধ্যে সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে ভিন্ন প্রদক্ষেপের মধ্যে অন্যতম প্রদক্ষেপ, উপজেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। তবে শুধু ঔষধের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান এই তথ্য জানিয়েছেন। তবে কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আল ইমরান জানান, বাংলাদেশ শ্রম আইন,২০০৬ এর ১১৪ (৩) ধারা অনুযায়ী-প্রতিদিন রাত আটটার পরে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। তবে শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে। বিষয়টি মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট খোলা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনকে শ্রদ্ধা জানিয়ে রাত৮টা হতে না হতেই বড়লেখা উপজেলার অধিকাংশ বাজারে দোকান পাট বন্ধকরা হয়ছে যাহা লক্ষণীয় ।