পুর্বের পদ ফিরে পেলেন জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৮:৩৩, ২৮ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার: সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভি আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেয়ার পর পুনরায় তাহাকে তাহার পুর্বের জায়গায় পুনর্বহাল রাখার জন্য
শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আমি একটি অনুলিপি পেয়েছি যে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভি আব্দুল ওয়ালী সিদ্দিকী পূর্বেরপদে বহাল থাকবেন।
উল্লেখ্য যে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি নাসের রহমান এর গ্রামের বাড়ি বাহার মর্দানস্ত তাহার নিজ বাড়িতে বিএনপি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে জেলা কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।মর্মে গত ১৫ ডিসেম্বর রোববার রাতে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ দিকে জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী বলেন আমি শহিদ জিয়ার আদর্শের সৈনিক যতো দিন বেচে থাকবো শহিদ জিয়ার আদর্শকেই নিয়েই বেচে থাকবো, কোন অশুভ শক্তির কাছে পরাজিত হবোনা ইনশাআল্লাহ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয়তা বাদি দল বিএনপির ভার প্রাপ্ত সভাপতি দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাহেবের প্রতি।