ঢাকা (সকাল ১০:৩০) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগাছায় করোনায় শনাক্ত হওয়া রোগীর বাড়ি অবরুদ্ধ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার দুপুর ০৩:৩১, ২ মে, ২০২০

একরামুল ইসলাম (পীরগাছা) রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ২ জনের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। এদের মধ্যে পীরগাছা থানায় কর্মরত এক এসআই ও এক গৃহবধু রয়েছে। গত শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের করোনা পজেটিভ বলে জানানোর পর এসআইকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। আজ ২ মে (শনিবার) আক্রান্ত ওই গৃহবধূর বাবার বাড়ি পশ্চিমদেবু গ্রামের ৫টি এবং কুটিপাড়ার শ্বশুর বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসব বাড়ির ৩৮ সদস্য রয়েছে। আক্রান্ত দু’জনকে ইউএনও জেসমীন প্রধানের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। জানা গেছে, পীরগাছা উপজেলা থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর গত শুক্রবার প্রথম বারের মত দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে গৃহবধূ বাবার বাড়িতে এবং এসআই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রয়েছে। তাদের মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তারা সুস্থ রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন। পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ওই এসআইয়ের সংস্পর্শে আসা স্টাফদেরও নমুনা সংগ্রহ করা হবে। এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, আক্রান্ত ওই গৃহবধুর বাবা ও শ্বশুর বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত দু’জনের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT