পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৭:২২, ৮ জুন, ২০২২
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এ নির্দেশনা দেন তিনি। সভায় যোগ দেন দক্ষিণাঞ্চলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
সভায় প্রধানমন্ত্রীর ক্ষুদে বার্তা তুলে ধরেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
ক্ষুদে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা (স্বেচ্ছাসেবকরা) সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বেলা ১১টায় কাঁঠালবাড়িতে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে ১০ লক্ষাধিক লোকের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।