ঢাকা (রাত ১০:৫৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা যাবেনা মোবাইল ফোন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:৩৩, ২ জুলাই, ২০২২

নড়াইলে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কোনোভাবেই মুঠোফোন আনতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে মুঠোফোন না আনার বিষয়টি বাস্তবায়ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই চিঠি হাতে পেয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের তৎপর থাকতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ নিয়ে সচেতন করতে ঈদুল আজহার ছুটির পর অভিভাবক সমাবেশ করতে হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, লক্ষ করা গেছে, মোবাইল নিয়ে ভালো-মন্দ বিবেচনা না করে বিভিন্ন বিতর্কিত পোস্ট, লাইক ও শেয়ার দিয়ে বিব্রতকর ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে জেলা ও উপজেলায় বিভিন্ন সভা-সমাবেশে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল বন্ধের দাবি ওঠে। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT