ঢাকা (রাত ৪:০০) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধীক হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শনিবার রাত ০২:১০, ১৬ এপ্রিল, ২০২২

নড়াইলের দুর্ধর্ষ সন্ত্রাসী এবংএকাধীক হত্যা মামলার আসামী সোহেল খাঁ (৪৭)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার(১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত সন্ত্রাসী সোহেল খাঁ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের কানা বদিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সোহেল খাঁ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দিঘলিয়া ইউনিয়নের পাশে ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়ির পাশে বেঞ্চে বসে স্ত্রীর সাথে কথা বলছিলেন। হঠাৎ এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল খাঁকে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে।

পুলিশ ও একাধীক সূত্র জানায়, নিহত সন্ত্রাসী সোহেল খাঁ দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি তনু ফকির, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজোয়ান হত্যা মামলাসহ একাধীক মামলার আসামী।

তবে জানা গেছে, সোহেল খাঁ খুন হওয়ায় এলাকার মানুষ খুশি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসাপাতালে সম্পন্ন হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT