ঢাকা (সন্ধ্যা ৬:০৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নারীদের জন্য কক্সবাজার সৈকতে সংরক্ষিত এলাকা উদ্বোধনের পর বাতিল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৩:০৭, ৩০ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পর্যটক নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকা উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি করেছেন কক্সবাজা‌রের জেলা প্রশাসক মামুন‌ুর রশীদ। জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ বিষয়ে সংবাদ বিজ্ঞ‌প্তিও দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক ওই সংরক্ষিত এলাকা উদ্বোধন করেছিলেন।

জেলা প্রশাসক মামুনুর রশীদ ব‌লেন, পর্যটক‌দের মতাম‌তের ভি‌ত্তি‌তে নারী ও শিশু‌দের জন্য সৈক‌তে সংর‌ক্ষিত ‌এলাকা করা হ‌য়ে‌ছিল। ‌কিন্তু এরপর গণমাধ্যম ও সাম‌জিক যোগা‌যোগ মাধ্যমে মিশ্র প্রতি‌ক্রিয়া তৈ‌রি হওয়ায় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ বিষয়ে বিজ্ঞ‌প্তি পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, সৈকতে বেড়াতে গিয়ে কোনো নারী-শিশু যেন অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, সে জন্য সংরক্ষিত এলাকা উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।

লাবণী পয়েন্টের প্রায় ৬০০ গজ সৈকতকে লাল নিশানা (পতাকা) তুলে দিয়ে ‘সংরক্ষিত এলাকায়’ ভাগ করা হয়। এলাকায় টানানো হয় একাধিক সাইনবোর্ড।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT