ঢাকা (রাত ১১:৪৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র অভিভাবকরা ঈদ উপহার পেলেন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার বিকেল ০৪:০৫, ১৪ মে, ২০২০

মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২৮ নং নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা করোনা মোকামিলায় দরিদ্র অভিভাবকদের ঈদ উপহার দিয়েছেন। আজ ১৪ মে বৃহস্পতিবার সকালে ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সভাপতি এই বিদ্যালয়ের দরিদ্র অভিভাবকদের ঈদ উপহার দিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন তালুকদার বলেন, আমাদের এই বিদ্যালয়টিতে অনেক দরিদ্র পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। করোনা মোকাবিলায় আজ তারা উপার্জন বন্ধ করে আজ ঘরে বসে আছে। যাতে এই কোমলমতি শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা তাদের জন্য ঈদ উপহার দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন তালুকদার, ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজাপতি রাজবংশী সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক, কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT