ঢাকা (সন্ধ্যা ৭:৩৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১১:০৬, ১১ আগস্ট, ২০২০

মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় ১১ আগাষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত নাগরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক এ প্রতিযোগীতা, উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে, ক বিভাগে প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবং খ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশ নেয়। এই দুই বিভাগে একক সঙ্গীত, বঙ্গবন্ধুকে নিয়ে গান, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক সঙ্গীত এবং আবৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, মুক্তিযুদ্ধের উপর কবিতা, দেশাত্মবোধক কবিতা, শিশুতোষ এবং ৭ মার্চের ভাষনের উপর প্রতিযোগীতায় অংশ গ্রহন করে শিক্ষার্থীরা। পরে প্রত্যেক বিভাগ থেকে ৩ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক শিক্ষক রামেন্দ্র সুন্দর বোস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT