নাগরপুরে চাঁদা না দেয়ায় সবজী চাষীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা
মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শনিবার রাত ১১:৫৩, ১ অক্টোবর, ২০২২
চাঁদা না দেয়ায় সবজী চাষী আশিককে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নেশাগ্রস্ত বখাটে আরমান ও তার বাহিনী।
বখাটেদের উপদ্রুপে বিচার চাইতে গেলে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বখাটে আরমান ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে।
টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামের আলী হোসনে ছেলে আরমান (৩০), কুদ্দুস (২৪), আব্দুল হাবিব (২২) সহ ৭-৮ জন শাহীন খানের সবজী চাষী ছেলে আশিক (২৭), সাজ্জাদ খানের ছেলে সাইফুল (৩০) ও শাহীন খানের ছেলে ইসাদুল খান (২২)-কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করে বলেন।
আহত আশিক বলেন, ২৯ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০-৭ টার এর সময় ঘোনা পাড়া মাঠের পাশে ফোন করে ডেকে নিয়ে আশিক চাদা দাবি করে। আশিক চাঁদা দিতে না পারায় কোন কথা না বলেই আচমকাই চড় থাপ্পড় কিল ঘুষি মারতে থাকে ৭-৮ জন। এরই একপর্যায়ে দা, বাঁশ ও লোহার রড, দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত আনুমানিক ৮টার সময় নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৪টি সেলাই করে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষাদী করেন। আহতদের চিকিৎসা চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
আহতরা বলেন, ওরা নেশাগ্রস্ত। প্রায়ই ওরা এলাকার সাধারন মানুষদের কাছ থেকে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং টাকা না পেলেই মানুষদের মারপিট করে। এর আগেও অনেকবার মারপিট করেছে। থানায় ওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, রোগীর অবস্থার একটু উন্নতি হলে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।