ঢাকা (সন্ধ্যা ৬:৫৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে জেলা আওয়ামী লীগের জনসভা 

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার দুপুর ০৩:২৫, ২৩ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাগরপুরে এক জনসভার আয়োজন করে।

মো. কুদরত আলীর নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

২২ নভেম্বর সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোহের)।

তিনি বলেন, নৌকা প্রতীকে ভোট দিবেন, এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের কোনো লোক দলীয় প্রতীকের মনোনীত প্রার্থীদের বাইরে কাজ করলে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইলের সাবেক মেয়র জামিলুর রহমান মিরন,শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল পৌরসভার কমিশনার আনিমনুর রহমান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT