নবাবগঞ্জ ভাদুরিয়া বাজারে একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেরেছে ৪০-৫০ টাকা
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:৪০, ১ ডিসেম্বর, ২০১৯
এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে খুচরা বাজারে পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে পেঁয়াজের দাম
বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। গতকাল রোববার (১ ডিসেম্বর ) বাজারঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
পেঁয়াজ বিক্রেতা বলছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে
রোববার তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। ভাদুরিয়া বাজারের পেঁয়াজ বিক্রেতা হাসানুর রহমান,মাফিজুল
জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হলেও দাম কমছে না পিয়াজের। পেঁয়াজ কিনতে আসা নুর ইসলাম, আব্দুর রহমানসহ অনেকে
জানান, গত দুই দিন থেকে পেঁয়াজের দাম অনেকটা কম ছিলো। তবে রোববার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে।