ঢাকা (রাত ২:৪৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁ ৬ উপ-নির্বাচনঃ দলীয় প্রার্থী মনোনয়ন করলো আওয়ামীলীগ

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock সোমবার দুপুর ০৩:২৪, ৭ সেপ্টেম্বর, ২০২০

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল।

আজ ৭সেপ্টেম্বর সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আনোয়ার হোসেন হেলাল এখন নির্বাচিত হয়ে নওগাঁ-৬ আসনে নৌকার মাঝি হিসেবে হাল ধরবেন এমনটাই প্রত্যাশা এলাকার দলীয় নেতাকর্মীদের। সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আজিমউদ্দিন সরদারের ছেলে আনোয়ার হোসেন হেলাল রাণীনগর উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মৃত্যুবরণ করায় আসনটি শুন্য হয়। এরপর গত ১৬ আগস্ট আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহব্বান জানায়। এরই ধারাবাহিকতাই আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৩৪ জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেন।

অবশেষে আনোয়ার হোসেন হেলালের হাতেই নৌকা প্রতীক তুলে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১৭ অক্টোবর এই আসনে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT