নওগাঁয় প্রবাহ জুনিয়র গার্লস স্কুলের কৃতি শিক্ষার্থী ড. অপরাজিতা আলম সিমিকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৫২, ২৪ অক্টোবর, ২০১৯
এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবাহ জুনিয়র গার্লস স্কুলের কৃতি শিক্ষার্থী ড. অপরাজিতা আলম সিমি অষ্ট্রলিয়া থেকে ল’তে পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সরদার সালাউদ্দিন মিন্টু।
বৃহষ্পতিবার সকালে প্রবাহ ল্যাব এন্ড অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রবাহ সংসদের উপদেষ্টা ও প্রবাহ জুনিয়র গার্লস স্কুলের সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে প্রবাহ সংসদের প্রতিষ্ঠাতা ও এফ, বি, সি, আই এর সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, প্রবাহ জুনিয়র গার্লস স্কুলের কৃতি শিক্ষার্থী ও অষ্ট্রলিয়া থেকে ল’তে পি এইচ ডি ডিগ্রী অর্জনকারী ড. অপরাজিতা আলম সিমি, প্রবাহ সংসদের সভাপতি শামসুল ইসলাম টফি, স্কুলের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে অষ্ট্রলিয়া থেকে ল’তে পি এইচ ডি ডিগ্রী অর্জনকারী ড. অপরাজিতা আলম সিমিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় প্রবাহ সংসদের সদস্য ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যসহ গনমার্ন ব্যাক্তি, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।