ঢাকা (সকাল ১০:১৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁয় নতুন কোভিড শনাক্ত ১৩ জন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:২৭, ১৪ জুন, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেড়েই চলেছে করোনা আক্রান্ত সংখ্যা। শনিবার রাতে নতুন করে আরও ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালও ১৯৮ জনে।
রবিবার (১৪ জুন) সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে ৮৬ জনের নমুনা রিপোর্ট আসে। সেই রিপোর্টের ফলাফলে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে রয়েছে সদর উপজেলার ৭ জন, বদলগাছি উপজেলার ৪জন, মহাদেবপুর উপজেলার ১ জন এবং সাপাহার উপজেলার ১ জন।
সিভিল সার্জন বলেন, নতুন শনাক্তদের সকলেই সুস্থ আছেন। কারও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নাই। এছাড়াও শনাক্ত সকলেরই হোম আইসোলশন নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য জেলায় এই পর্যন্ত ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যুবরণ করেছেন ৩ জন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT