ঢাকা (রাত ১১:২৬) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০৩, ১৭ এপ্রিল, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি:   নওগাঁয় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাহাবুব আলম (৬২) নামে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি শহরের চকদেব জনকল্যাণ পাড়ায়।

নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল বাংলাদেশ গ্লোবালকে জানান, মাহবুব ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত ১৫ এপ্রিল তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকেলে তাঁর শরীর থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু সকালে তাঁর মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ওই ব্যাক্তি আগে থেকেই অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। এছাড়াও ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আর যথাযথ নিয়ম মেনে তাঁকে দাফন করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT