ঢাকা (রাত ১:১০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁয় করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১৩

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:১৪, ৩১ মে, ২০২০

আবু ইউসুফ, ন‌ওগাঁ প্রতিনিধি :-  নওগাঁ জেলায় করোনা ভাইরাসে সনাক্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে জেলায় নতুন করে ১ নার্সসহ মোট ১৩ ব্যক্তি করোনায় সনাক্ত হয়েছেন।
নওগাঁ’র সিভিল সার্জন আকন্দ আখতারুজ্জামান আলাল জানান, শনিবার রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী সনাক্ত ১৩ ব্যক্তির মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১১ জন, রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নার্স এবং সাপাহার উপজেলার ১ ব্যক্তি। সদর উপজেলার আক্রান্ত ১১ ব্যক্তির মধ্যে ৬ জন সদর হাসপাতালে কোয়ারেন্টিনে অবস্থানরত।
নওগাঁ শহরের সুলতানপুর এলাকার শাহজাহান নামের এক ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর গুরুতর অসুস্থ হলে বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকাল ৯টা মৃত্যুবরণ করেন। বিকেলে তাকে দাফনের পর রাত ৮টায় প্রাপ্ত রিপোর্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে মোট ১৪৯ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৪১ জন, আত্রাই উপজেলায় ১, মহাদেবপুর উপজেলায় ১৪, মান্দা উপজেলায় ১০, পত্নীতলায় ৪৪ এবং ধামইরহাট উপজেলায় ৩১ জন।
সিভিল সার্জন কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ৫৭ জন হাসপাতাল কোয়ারেন্টিনসহ সর্বমোট কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৬শ ৪২ জনকে। শনিবার পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হাজার ৬শ ৪৭ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৯৫ জন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT