ঢাকা (সকাল ৭:১৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁর রাণীনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:২১, ২৪ নভেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির ওই গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে।

বৃদ্ধ মজিবর রহমানের ছেলে ফারুক ফকির বলেন,গত শুক্রবার ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজির পর সোমবার দুপুরে দিকে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ সন্ধ্যায় এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। ফারুক ফকির আরো বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT