ঢাকা (সন্ধ্যা ৬:৫৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নওগাঁর আত্রাইয়ে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত আহত ৩

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার দুপুর ০৩:২৮, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় দেওয়াল চাপা পরে ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ৫০ টি পরিবারের শতাধিক কাঁচাপাক ঘর বিধ্বস্ত ও বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জগদাশ গ্রামের বাসিন্দা প্রভাষক জাহাঙ্গীর আলম জানান, ১০ মিনিটের এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। গাছপালা ভেঙে আত্রাই টু সিংড়া যোগাযোগ বিচ্ছিন্ন।

এ ছাড়াও বিদ্যুতের বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ওপড়ে গেছে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নিতাই চন্দ্র জানান, আমরা ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পরে থাকা গাছপালা অপসারণের করেছি। আত্রাই টু সিংড়া যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT