ঢাকা (রাত ১২:৩৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্ষণের প্রতিবাদে ছাত্র মজলিস এম.সি কলেজে বিক্ষোভ মিছিল

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার রাত ১০:৩১, ২৬ সেপ্টেম্বর, ২০২০

লম্পটদের এমন দুঃসাহস একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন সরকার দলের আশকারা পেয়ে ছাত্রলীগ গণধর্ষনের এহেন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করছে। অভিযুক্ত ধর্ষকরা এম.সি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী, তারা বিগতদিনে ক্যাম্পাসে আগুন দিয়েছে, সাংবাদিকদের হামলা করেছে, সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করেছে, কিন্তু তাদের কোন বিচার হয়নি।

এম.সি কলেজ হোস্টেলে ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্তৃক নারী ধর্ষণের প্রতিবাদে (২৬সেপ্টেম্বর)বিকাল ৪টায় সিলেট কোট পয়েন্টে, ইসলামী ছাত্র মজলিস এম.সি কলেজ শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্র মজলিস এমসি কলেজ শাখা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহনগরী সভাপতি আলমগীর হোসাইন, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সেক্রেটারী সাইফুল ইসলাম জলিল, পূর্বজেলা সেক্রেটারি এনামুল ইসলাম, মহানগরীর বায়তুলমাল সম্পাদক লিটন আহমদ জুম্মান, অফিস প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক রুহুল আমিন, স্কুল কার্যক্রম সম্পাদক সাইফুর রহমান সয়েফ, মুজিবুর রহমান প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT