ধর্মপাশায় ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ১১:০৬, ১৮ মে, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বিভিন্ন গ্রামের ১০০টি দরিদ্র পরিবারের প্রত্যেকটির মধ্যে ১০টি সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, ৫০টি মাস্ক , ৮প্যাকেট স্যানিটারী নেপটিন, এক কেজি বিচিং পাউডার, একটি প্লাস্টিকের মগ (হাইজিন কিট) বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ধর্মপাশা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব উপকরণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক মঈনুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন্ জয়শ্রীঅ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ।