ঢাকা (রাত ৩:৪৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৮:৪৮, ২৪ জুন, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সোনালী ব্যাংক লিমিটেড শাখায় আনসার পদে কর্মরত একজন পুরুষ (৩৫) কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯জন। এদের মধ্যে ১৮জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জা্না গেছে, গত ১৬জুন ১৮জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকারকে জানানো হয়েছে যে, এই ১৮জনের মধ্যে একজন পুরুষের (৩৫) শরীরে করোনার পজেটিভ ধরা পড়েছে। নতুন করে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি ধর্মপাশা সোনালী ব্যাংক লিমিটেড শাখায় আনসার পদে কর্মরত রয়েছেন। রাতেই খবরটি ওই আনসারকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, এ উপজেলায় সর্বমোট ১৯জন জন কোভিড ১৯এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৮জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত অপরজন নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT