ঢাকা (রাত ৪:৫২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় নতুন আরও ৭ জন করোনায় আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার দুপুর ০২:৩৪, ২০ মে, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার একজন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ করোনায় নতুন আরও ৭ জন আক্রান্ত হয়েছে। করোনাজয়ী কিশোরের পর এবার নতুন করে আরও ৪জন সুস্থ হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ধর্মপাশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন ৭ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, হাসপাতালের এক আক্রান্ত নার্সের ননদ, আরও এক নার্সের স্বামী, দুই কর্মচারী, আগে আক্রান্ত এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু আক্রান্ত হয়েছে। শিশুটির বাড়ি মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের। এ পর্যন্ত সব মিলে ধর্মপাশায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখা ১৪ জন। পুর্বের আক্রান্তদের মধ্যে হলিদাকান্দা গ্রামের জরিনা আক্তার ও রাজনগর গ্রামের সুফিয়া আক্তার, ধর্মপাশা কলেজ রোডে বসবাসকারী কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান মজুমদার ও হাসপাতালের কর্মচারী সুমন তালুকদার সুস্থ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার সাংবাদিকের মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT