ধর্মপাশায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৮:৫৪, ১ মে, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর বাজার,ধারাম হাওর ও হাড়গোড় বিলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনতের মধ্যে ৫০০টি সাবান, ১০০টি মাস্ক ও ২০টি হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পৌন চারটা পর্যন্ত মানুষজনদের মধ্যে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটির পক্ষ থেকে এ উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজনদের জন্য এসব সামগ্রী বরাদ্দ পাওয়া যায় ।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।