ঢাকা (বিকাল ৪:৫০) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ছিনতাই ঘটনায় করা মামলার দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৫৯, ১০ জুন, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের সামনের সড়কে জনি চন্দ্র সাহা(২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে চার লাখ ২৫হাজার টাকা ছিনতাই করার ঘটনায় জড়িত পালন মিয়া (২৫) ও ইয়াসিনুর রহমান সাদ (২০) কে মঙ্গলবার গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। ওই দুজনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

চলতি বছরের ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর দিন সন্ধ্যায় মোহনগঞ্জ বাজারের ব্যবসায়ী জনি চন্দ্র সাহার মালিক বিপ্লব চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা হয়।

ধর্মপাশা থানা পুুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারের বাসিন্দা বিপ্লব চন্দ্র সাহার ব্যবসা সংক্রান্ত কাজে নিয়োজিত প্রতিনিধি একই উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা জনি চন্দ্র সাহা (৩০)। ব্যবসা সংক্রান্ত কাজে কাজে চলতি বছরের ১২ জানুয়ারি দুপুর ১২টার দিকে তিনি মোহনগঞ্জ বাজার ধর্মপাশার মধ্যনগর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের সামনের সড়কে এলে একদল দূর্বৃত্ত তাঁর পিছু নেয় এবং তাঁকে ছুরিকাঘাত করে চারলাখ লাখ ছিনতাই করে নিয়ে যায়।

গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানে নামে ধর্মপাশা থানা পুলিশ। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিশ্যাম গ্রামের সামনের সড়ক থেকে মোহনগঞ্জ উপজেলার মার্কেস এলাকার বাসিন্দা পালন মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহনগঞ্জ আদর্শগ্রাম এলাকা থেকে উপজেলার দেওথান এলাকার বাসিন্দা ইয়াসিনুর রহমান (২০) কে গ্রেফতার করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে ওই দুজনকে আদালতে পাঠানো হয়। আদালতে দেওয়া ১৬৪ ধারা জবানবন্দীতে ওই দুজন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালত ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধর্মপাশা থানার এসআই আজিজুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় ওই দুইজন ছিনতাইকারী জড়িত রয়েছেন বলে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় রাজন মিয়া নামের এক ছিনতাইকারীকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছিল । এই ঘটনায় একজন আসামি পলাতক রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT