ঢাকা (রাত ৮:৪৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় একটি ক্লিনিকের মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৮, ২৯ মে, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের হাসপাতাল রোডে থাকা, জননী এক্সরে ক্লিনিকের মালিক কমল সরকার (৫০)কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই ক্লিনিকটিকে সিলগালা করেও দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান, রবিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক মোবারক হোসাইন, ব্যবসায়ী অসীম কুমার সিংহ, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা বাধন সরকার প্রমুখ।

ইউএনও বলেন, লাইসেন্সের মেয়াদ না থাকায় জননী এক্সরে ক্লিনিকের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা ও ওই ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT