ঢাকা (রাত ১২:৩০) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় আরও এক নার্স করোনায় আক্রান্ত, এক শিশুর দ্বিতীয়বারের পরীক্ষায় নেগেটিভ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৫৫, ১৬ মে, ২০২০

মোবারক হোসাইন, ধরমপাশা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক যোষ্ঠ স্টাফ নার্স (৩৫) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন এমএলএসএস (২৩) একজন যোষ্ঠ স্টাফ নার্স (২৫) করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া উপজেলায় করোনায় আক্রান্ত ছয়জনের মধ্যে সাগর মিয়া ( ১৩) নামের এক শিশুর ১৪দিন হোম আইসোলেশনে থাকার পর দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা ভাইরাসের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে, উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সাতজন। এর মধ্যে একজন করোনাকে জয় করে সুস্থ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝন্টু সরকার গতকাল শুক্রবার রাতে মুঠোফোনে বলেন, ১৪দিন হোম আইসোলেশন পূর্ণ হওয়ায় এ উপজেলায় করোনায় আক্রান্ত সাগর মিয়া (১৩) নামের এক শিশু সহ মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করে তা শুক্রবার ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাত সোয়া ১০টার দিকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে, ৩৫জনের মধ্যে একজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। বাকি ৩৪জনেরই নেগেটিভ এসেছে। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি হাসপাতালের যোষ্ঠ নার্সপদে কর্মরত রয়েছেন। ১৪দিন হোম আইসোলেশন পূর্ণ হওয়ায় করোনায় আক্রান্ত শিশু (১৩) দ্বিতীয়বারের পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ আক্রান্ত ছয়জনই এখন হোম আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান সাংবাদিকদের বলেন, আমি নিয়মিত করোনা ভাইরাসে আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছি। করোনা ভাইরাস আক্রান্তদের ব্যপারে আমরা খুবই আন্তরিক। করোনা ভাইরাস আক্রান্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT