ঢাকা (রাত ১১:০০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশার মধ্যনগরে শতবর্ষী পুকুরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বৃহস্পতিবার রাত ১০:১৪, ২৬ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন   শতবর্ষী সরকারি পুকুরটির দখল করা জায়গা থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৬আগস্ট) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  এসব অবৈধ স্থাপনাগুলো অ্যাক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম যৌথভাবে এই আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,চামরদানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ,মধ্যনগর বাজারের ব্যবসায়ী আরফান মিয়া প্রমুখ।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শতবর্ষী এই পুকুরটির আয়তন ১ একর ৯৫শতক। ১৯২০সালে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠার দুই বছর আগে এই পুকুরটি খনন করা হয়। এক সময় এটি স্থানীয় ও আশপাশের মানুষজনদের পানীয় জলের চাহিদা মেটাতো। দীর্ঘদিন ধরে এই পুকুরটি সংস্কার না করায় এটি এখন ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে পরিণত হয়েছে। পুকুরটির প্রায় এক একর জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে সেখানে অর্ধশতাধিক পরিবার বসবাসকরাসহ নানাভাবে এটির স্থান অবৈধভাবে দখল করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, শতবর্ষী এই পুকুরটির জায়গা দখল করে থাকা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে অবৈধ দখলদারেরা যাতে তাদের স্থাপনা সরিয়ে নেয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইকিং ও নোটিশও করে সময় বেধে দিলেও কোনো কাজ হয়নি। পুকুরটি সংস্কার ও সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT