ঢাকা (দুপুর ১২:৪৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশার মধ্যনগরে ত্রাণ বিতরণে হায়দার চৌধুরী লিটন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৬, ৪ আগস্ট, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর খাদ্য গুদাম প্রাঙ্গণে এখানকার বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে সাড়ে সাত কেজি করে চাল, এক লিটার সোয়াবিন, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবন, ৫০০গ্রাম সুজি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছ। মঙ্গলবার বেলা দুইটার দিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ জেলা ইউনিট এসব সামগ্রী বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী,সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, এহসান তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ,সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খাঁন পাঠান, মধ্যনগর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খাঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র লীগের সহসম্পাদক ফখরুল ইসলাম টিপু, রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ জেলা ইউনিটের জ্যেষ্ঠ যুব সদস্য মো.শেরুজ্জামান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT