দৈনিক রাজধানীর গণপরিবহণে বাড়তি ভাড়া আদায় ১৮২ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৬, ১৩ সেপ্টেম্বর, ২০২২
রাজধানীর গণপরিবহণে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকারও বেশি পরিমাণ অর্থের ভাড়া নৈরাজ্য চলছে বলে দাবি করেছে যাত্রীকল্যাণ সমিতি। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি করা হয়।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সংগঠনের পক্ষ থেকে গণপরিবহণে ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ ও জাইকার সমীক্ষানুযায়ী রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণির গণপরিবহণে প্রতিদিন গড়ে সাড়ে তিন কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। গত এক বছরে দুই দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে গণপরিবহণে অস্বাভাবিক হারে ভাড়া নৈরাজ্য শুরু হয়।
মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, বিভিন্ন যানবাহনের চালক, সহকারী ও ভাড়া আদায়কারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকের দৈনিক জমা, জ্বালানির উচ্চমূল্য, সড়কের চাঁদাবাজি, গাড়ির মেরামত খরচ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা এই ভাড়া নৈরাজ্য চালাতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন শ্রেণির গণপরিবহণ পর্যবেক্ষণে উঠে এসেছে, রাজধানীতে যাত্রী সাধারণের যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়ার নামে আদায় করছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, রাজধানীতে ১৫ হাজার বৈধ অটোরিকশা চলে। পাশাপাশি ঢাকা ও আশেপাশের জেলায় নিবন্ধিত অটোরিকশা অবৈধভাবে চলাচল করে আরও ১৫ হাজার। এই ৩০ হাজার অটোরিকশা দৈনিক গড়ে ১২ ট্রিপ হিসেবে তিন লাখ ৬০ হাজার ট্রিপ যাত্রী বহন করে। এসব অটোরিকশায় প্রতি ট্রিপে গড়ে ১৪৫ টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়। এতে দৈনিক তিন লাখ ৬০ হাজার ট্রিপ যাত্রীকে অটোরিকশা খাতে কেবল বাড়তি ভাড়া দিতে হচ্ছে পাঁচ কোটি ২২ লাখ টাকা।
পাঁচ লাখ রাইডশেয়ারিং মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্যাক্সিক্যাবে দৈনিক গড়ে দুই কোটি ১৬ লাখ ৪০ হাজার ট্রিপ যাত্রী বহন করছে উল্লেখ করে সমিতির মহাসচিব বলেন, এসব যানবাহনে যাত্রীপ্রতি গড়ে ৭৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আর এসব যানবাহনে প্রতিদিন গড়ে আদায় করা হচ্ছে ১৬২ কোটি ৩০ লাখ টাকার অতিরিক্ত ভাড়া।
মো. মোজাম্মেল হক চৌধুরীর দাবি, এই ভাড়া নৈরাজ্যের কারণে সামাজিক অস্থিরতা বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, সামাজিক অপরাধ বাড়ছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি তাওহিদুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি হানিফ খোকন, মানবাধিকার সংগঠক হানিফ ইসা, আতিকুর রহমান প্রমুখ।