দেশে কেউ গৃহহীন থাকবে না:-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি রবিবার বিকেল ০৪:৪৫, ১৬ জানুয়ারী, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আর কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সবাইকে বাড়ি করে দেওয়া হবে।’
আজ রোববার রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলেই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গের মানুষ। কোনো সরকারই তাদের উন্নয়নে কাজ করেনি। আওয়ামী লীগ সরকারের এলেই তাদের উন্নয়ন হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে যাতে কোনো গৃহহীন বা ভূমিহীন মানুষ না থাকে, সেজন্য তাদের খুঁজে বের করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জমি কিনে গৃহহীন, ভূমিহীনদের বাড়ি করে দেওয়া হবে। গ্রামকে আধুনিক সুবিধার আওতায় আনা হবে।’
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্তদের সহায়তার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।