ঢাকা (রাত ৩:৪৭) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৯, ৭ নভেম্বর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এর  নির্দেশনায় পুলিশ ও কমিউনিটি পুলিশের টহল জোরদার করায় বড়লেখা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষীছড়া জঙ্গল চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫),বড়লেখা উপজেলার জুতিবন্ধু গ্রামের ইয়াসির আলীর ছেলে জুয়েল আহম্মদ(৩০)ও বড়লেখা উপজেলার গজভাগ এলাকার আব্দুর রউফ এর ছেলে জহির উদ্দিন (৩৬)।
বড়লেখা থানার এএসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার লক্ষীছড়া জঙ্গল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে গ্রীলকাটার মেশিন,ধারালো দা,সাবল  ও তাদের ব্যবহীত মোখুশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT