ঢাকা (দুপুর ১২:০৪) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


তথ্য আপা প্রকল্পের সেবা গৌরীপুরের ডোর-টু-ডোর পৌঁছে দেয়া হচ্ছে

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১০:৩৭, ৫ নভেম্বর, ২০২০

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে গৌরীপুর তথ্য আপা প্রকল্পের সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর গ্রামের আল মামুনের বাড়িতে এ সেবা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার, তথ্য সহকারী শাহনাজ খানমসহ অন্যান্য অনেকেই। বৈঠকে করোনাভাইরাস (কোভিড-১৯), বাল্য বিবাহ রোধে মেয়েদের শিক্ষার গুরুত্ব, নিরাপদ মাতৃত্বে করণীয়সহ অন্যান্য বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন গৌরীপুর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা । এ সময় মাক্স ও লিফলেট বিতরণসহ মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ভাতা, বাল্য বিবাহ রোধে নারীদের সচেতনতা বৃদ্ধি সম্পর্কে নারীদের বিস্তারিত অবগত করেন তথ্যসেবা কর্মকর্তা। আলোচনা শেষে উপস্থিত মহিলাদের বিনা মূল্যে ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ, ভিজিডি আবেদন করা হয়। এছাড়াও, আইজিএ প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তথ্য আপার কর্মকর্তা রুমি আক্তার এই সেবা সম্পর্কে বলেন, নারীদের স্বাস্থ্য সমস্যা, মাতৃত্বজনিত সমস্যা, প্রাথমিক চিকিৎসা, চাকুরী বাজার, মহিলা উদ্যোক্তা ও বেকার মহিলাদের জন্য চাকুরীর তথ্য প্রদান, বাল্য বিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ধরণের সহযোগিতা, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিতকরা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যসেবা প্রদান করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT