ঢাকা (সকাল ৯:৪৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঠিকমত চল‌তে না পার‌লেও সেলাই মেশিন পেলেন মোহনী বালা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার সন্ধ্যা ০৭:১১, ৮ আগস্ট, ২০২২

দেশের উত্তরবঙ্গে গরিব মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তরের দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। এই জেলার শতকরা ৭১ জন গরিব। এই জেলায় দরিদ্রসীমার নিচে আছে ৬৪ শতাংশ মানুষ। তার প্রভাব কুড়িগ্রামের উলিপুরেও পড়েছে। উপজেলায় অসংখ্য হত-দরিদ্র, দুস্থ‌্য, অসহায় ও কর্মহীন ১৮-৪০ বছরের নারী রয়েছেন। তারা কাজের সুযোগ ও সরকারি অনুদান না পেয়ে দুঃখ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন।

তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে কুড়িগ্রামের উলিপুরে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মদিন উপলক্ষে; উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের উদ্যোগে; শ্রীমতি মোহনী বালা (৫৫) এর হাতে তুলে দেয়া হয়েছে সেলাই মেশিন। তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার সূর্য্য চন্দ্রের স্ত্রী।

মেশিন হাতে পেয়ে শ্রীমতি মোহনী বালা আবেগে আপ্লুত হয়ে বলেন, মুই মেশিন চলবার না পাং না মোর নাতি-নাতনী চলাইবে। যে কিনা চোখে কম দেখেন, চলাফেরা করাই এখন কঠিন! তিনি সেলাই মেশিনের সুইয়ে কি করে সুতা লাগাবে? এমন প্রশ্নের আনাগোণা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলের। এমন ঘটনায় এলাকার বেকার কর্মহীন নারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সখিনা খাতুন বলেন, আমি কিছু জানিনা ইউএনও স্যার ওই বৃদ্ধাকে সিলেক্ট করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, কাজ করতে পারবে কিনা; গিয়ে দেখে আসবেন। না হয় ছেলের বউ বা নাতি-নাতনী চালাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT