ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক
বুধবার দুপুর ০১:২৪, ২১ নভেম্বর, ২০১৮
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত।
বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা এসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার শাহজাহান সিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আরকে ষ্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও ফিল্ড অফিসার শামছুল হক ও সহকারী ফিল্ড অফিসার নীলুফার ইয়াসমিন, একেএম আক্তারুজ্জামান প্রমুখ।
