ঢাকা (সন্ধ্যা ৬:৩২) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে বসত-ভিটায় হামলায় মা ও ছেলে আহত

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock রবিবার রাত ০২:০৮, ১২ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর এলাকার সামসুল হক এর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আর এতে তার স্ত্রী ও ছোট ছেলে আহত হয়েছে।

গোবিন্দ নগরের সামসুল হক এর ছেলে সাদেকুল ইসলাম অভিযোগ করে বলেন, ১৯৮৫ সালের দিকে আমিনদ্দীন এর কাছ থেকে ২.৫০ শতক, তজিরউদ্দীন এর কাছ থেকে ২.৫০ শতক, শেফালির কাছ থেকে ১.৫ শতক, আমার ফুপুদের কাছ থেকে ৩.৫০ শতক, কাইয়ুম এর কাছ থেকে ১.০০ শতক বসত-বাড়ির জন্য মোট ১১ শতক জমি ক্রয় করা হয়।কিন্তু উক্ত হামলাকারীগণ গায়ের জোরে আবার আমাদের বসতভিটা দখল করার বারবার চেষ্টা করে।

এর আগেও স্থানীয় কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি স্থানীয়ভাবে ও থানায় মীমাংসার চেষ্টা হলে রবিউল এর পরিবার কোন কাগজ দেখাতে পারেন নি। যার কারণে সালিশ বারবার ভেস্তে যায়।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সামসুল হকের বাড়ি ফাঁকা পেয়ে রবিউল,তার স্ত্রী মুন্নি, মিজানুর, আরমান, ওসমান, রাবি, আরজিনা সহ ১০/১২ জন সামসুল হকের বসত-ভিটায় ও সামসুল হক এর স্ত্রী সাহেবরা বেগম (৫৫) এর উপর হামলা চালায়। এসময় ছোট ছেলে সাদেকুল ইসলাম (৩৫) সেই ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকেও মারধর করে।

এসময় সাদেকুল ইসলাম ইসলাম ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চায়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT