ঢাকা (রাত ১:৪৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ হারাল দুই কিশোর

মোঃ সেলিম রেজা,ঠাকুরগাঁও মোঃ সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock শনিবার রাত ১০:২৪, ২৬ সেপ্টেম্বর, ২০২০

ঠাকুরগাঁওয়ে নেকমরদের দূর্লভপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে। এক জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে  তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে দূর্লভপুর গ্রামের তিশলা সাখাইখুরা বিলে মাছ ধরতে যায় এ গ্রামের রনি, আলিম ও রউফ।

এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনা স্থলে ঝলসে যাওয়া নাসিরুল ইসলাম এর ছেলে রনি (১০) এবং আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ আলিম (১৯) ঘটনা স্থলে মৃত্যু হয়।

এ সময় তাদের কাছাকাছি থাকা রউফ নামে একজন গুরুতর আহত হয় চিৎকার করে সেই সময় রনির পিতা  নাসিরুল গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার সময় দেখে রনি আলিম এবং রউফ মাটিতে( ২৫)পড়ে আছে তাদের দেখে তিনি চিৎকার করলে এলাকাবাসী এসে রউফ কে উদ্ধার করে রানিশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন।

রানীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT