ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে বাস্কেটবল প্রশিক্ষণ উদ্বোধন
মেঘনা নিউজ ডেস্ক বৃহস্পতিবার রাত ০৯:৫৩, ২২ নভেম্বর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে (অনুর্দ্ধ-১৪) বাষ্কেটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের (অনুর্দ্ধ-১৪) ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ ১০ দিনব্যাপী চলবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায়, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল প্রমুখ। এ সময় মাসুদ রানাসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনীতে বক্তব্যে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম প্রশিক্ষণে অংশ্রগহনকারীদের সাথে কথা বলেন এবং তাদের উজ্জীবিত করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন।