টেস্টের নতুন অধিনায়ক হলেন সাকিব; সহ-অধিনায়ক লিটন
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৬, ২ জুন, ২০২২
টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার মমিনুল হক পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর বৃহষ্পতিবার (২ জুন) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিসিবি।
একইসঙ্গে বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার লিটন দাসকে।
এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে থাকা মাশরাফি বিন মুর্তজার পরিবর্তে অধিনায়ক হিসেবে প্রথম খেলেন সাকিব। প্রথম মেয়াদে, অলরাউন্ডার সাকিব ১৩ মাস অধিনায়ক হিসেবে ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে সে সময় নয় টেস্টের একটিতে জয় পায় বাংলাদেশ। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে সাকিবকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর ২০১৭ সালে সাকিবকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্বসহ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক করা হয়। এই মেয়াদে সাকিব বাংলাদেশকে পাঁচ টেস্টে নেতৃত্ব দেন।সেবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট জিতলেও আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়। সাকিবের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বহিষ্কারাদেশের কারণে এরপর মুমিনুল হককে টেস্ট দলের অধিনায়কত্ব দেয় বিসিবি।
সাকিবের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছে যার মধ্যে তিনটিতে জয় এবং ১১টিতে হেরেছে দল। মুমিনুলের অধীনে বাংলাদেশ ১৭টি টেস্ট খেলেছে, যার মধ্যে তিনটিতে জয়, ১১টিতে পরজায় এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। এ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের মাটিতে মুমিনুলের নেতৃত্বে দলটির বিরুদ্ধে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ।