জ্বলছে আলো মাদারীপুর ফোরলেন সড়কে
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০২:২০, ৮ নভেম্বর, ২০১৯
মীর এম ইমরান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর শহরের ফোরলেন সড়ক জুড়ে সন্ধ্যা নামলেই আলো জ্বলে উঠছে। এমজিএসপি প্রকল্পের আওতায় ২৬৫ টি খুঁটিতে পাঁচ শতাধিক বাতি স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ। এতে শহরে রাতের সৌন্দর্য বৃদ্ধির সাথে দিনের আলোতেও সড়কটি দৃষ্টিনন্দন লাগছে।
মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ইটেরপুলে এই বাতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ইউএনডিআরআর এর প্রতিনিধি তেজাজ পাটনায়েক এবং মেয়র পত্নী এন্থনি ইয়াদসহ অন্যরা।
উদ্বোধনী বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক বলেন, মাদারীপুর পৌরসভাকে সৌন্দর্য্য বর্ধন কাজে জেলা প্রশাসন সহযোগিতা করবে। সবাইকে ভাল কাজে সহযোগিতা করার আহবান জানান। সকলে মিলে ভাল কাজ করলেই আমাদের সমাজ উন্নত হবে বলেও তিনি মন্তব্য করেন।
মাদারীপুর পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এক কোটি তিনলক্ষ টাকা ব্যয়ে মাদারীপুর খাগদী ডাল গবেষণা থেকে ডিসি ব্রীজ পর্যন্ত ফোরলেন সড়কের মাঝখানে সবুজ বেষ্টনী ২৬৫ খুঁটির মধ্যে ১০০ খুঁটিতে ২০০ এলইডি বাতি স্থাপন করা হয়েছে।
তবে অবশিষ্ট বাতিগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই স্থাপনকাজ শেষ হবে বলে জানিয়েছেন পৌর মেয়র মো.খালিদ হোসেন ইয়াদ।