ঢাকা (সন্ধ্যা ৭:৪০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত কারন নিয়ে হাসপাতালে মোকাব্বির খান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার ১২:২১, ১৬ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান। সোমবার তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ কায়েস মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংসদ মোকাব্বির খানকে বিকাল ৩টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইউএনবির তিনি আরও জানান, গত চার-পাঁচ দিন ধরে মোকব্বির জ্বর, কাশি এবং অন্যান্য সমস্যায় ভুগছছিলেন। সকালে শ্বাসকষ্টের কারণে তার অবস্থা খারাপ হতে শুরু করে। এখনও সাংসদ মোকাব্বিরের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়নি ব্যক্তিগত সচিব কায়েস বলেন, তবে পরীক্ষার জন্য সিএমএইচে এ সাংসদের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের মনোনয়ন নিয়ে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকব্বির খান। ২০১৯ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। গণফোরাম সৃষ্টির ২৬ বছরের ইতিহাসে, মোকব্বিরই একমাত্র নেতা যিনি দলের মনোনয়ন এবং প্রতীক নিয়ে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি ও গণফোরামসহ আরও কয়েকটি দল ডিসেম্বর-৩০ এর নির্বাচনে অংশ নিয়েছিল। এ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং গণফোরাম দুটি আসনে জয়ী হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT