ঢাকা (রাত ১২:২৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জেনেশুনে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি নাঃ-প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার ১২:৫৮, ৪ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে জেনেশুনে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুলাই) চলতি একাদশ সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন,“শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে, কিন্তু তার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না”।

এর আগে সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন,“স্কুল বন্ধ এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেব। এর আগে আমরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম, তখনই সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি এমনভাবে ছড়িয়ে পড়ল, তার ধাক্কা এসে পড়ল আমাদের মধ্যে। এখন তো শিশুদেরও করোনা সংক্রমণ হচ্ছে। লেখাপড়া শিখবে, কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দেব কি না, তা মাননীয় সংসদ উপনেতা একটু বিবেচনা করবেন। বলার জন্য বলতে পারেন, কিন্তু এটাও একটু চিন্তা করুন, ছেলেমেয়েদের মৃত্যুর মুখে দেবেন কি না?”

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার সম্ভাব্য সব কিছু করলেও স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সবাইকে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT