ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী
ডেক্স রিপোর্ট বুধবার রাত ০১:২৬, ৭ জুলাই, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেবচনা করেই এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। তবে ভার্চুয়াল মাধ্যমে আমাদের পাঠদান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কোর ঢাকা অফিসের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভের মাধ্যমে ইউনেস্কো ও বিভিন্ন সংস্থা যে উদ্যোগ নিয়েছে সেটি শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সহায়তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।