ঢাকা (রাত ৮:১০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চুয়াডাঙ্গায় করোনার কালো থাবা একদিনে ৩১ জন আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১১:০৪, ১৯ জুলাই, ২০২০

মো: জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গত২৪ ঘন্টায় ৩১ জনের করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০০ জনে। ১৯ জুলাই রবিবার চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানান। আক্রান্ত গত ২৪ ঘন্টায় ৩১ জনের ভিতরে চুয়াডাঙ্গা সদর উপজেলা ২৩ জন। আলমডাঙ্গা উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ৫ জন। ১৯ জুলাই নতুন শনাক্ত ৩১জনকে আইসোলেশনে রাখা হবে। ৩১ জনের ঠিকানা:- চুয়াডাঙ্গা সদরঃ ২৩ জন (দৌলতদিয়াড়-০২, দৌলতদিয়া উত্তরপাড়া আলোকদিয়া-০১, আকন্দবাড়ীয়া, আলোকদিয়া-০১,মুসলিমপাড়া-০১,মুক্তিপাড়া-০১,বড়বাজার-০৪,মাহমুদভিলাবাগানপাড়া-০১,পোস্টঅফিসপাড়া-০১,এতিমখানা পাড়া-০১,কলেজপাড়া-০২,শেখপাড়া-০১,ফার্মপাড়া-০১,৪০ইমার্জেন্সি রোড-০১ সদরহাসপাতাল০১,ফেরীঘাট রোড-০১, গুলশানপাড়া-০৩) আলমডাঙ্গা উপজেলাঃ ০৩জন (ফরিদপুরবেলাগাছি-০১, বাবুপাড়া-০২) দামুড়হুদা উপজেলাঃ ০৫জন( কেরু রেসিডেন্সিয়াল এরিয়া০১, ইসলাম বাজারদর্শনা-০৩, দক্ষিন চাঁদপুর দর্শনা-০১ )। উল্লেখ যোগ্য যে এর মধ্যে পাচঁজন করোনা আক্রান্ত রোগী মারা গেছে এবং সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছে গত ১৮ জুলাই এর তথ্য মতে ২২৭ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT