ঢাকা (সকাল ৯:৫২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড রেডজোন ঘোষণা করা হয়েছে

মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০১:২৬, ১৬ জুন, ২০২০

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার আওয়াধীন ৫ ও ৭ নং ওয়ার্ড কে রেডজোন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে করণীয় সম্পর্কিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ ১৬ই জুন মঙ্গলবার দর্শনা পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড (পরানপুর, রিফিউজি কলোনী, মোবারকপাড়া, কলেজ পাড়ার আংশিক) এবং ৭ নং ওয়ার্ডের (ইসলামবাজার, থানাপাড়া ও পুরাতনবাজার) এই এলাকাগুলো লকডাউন করা হবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, দর্শনা পৌরসভার ৫ নং ও ৭নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সকলকে সচেতন হতে হবে, যারা দরিদ্র তাদেরকে ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. এ.এস.এম.মারুফ হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহ মো: মারজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT