ঢাকা (দুপুর ২:১৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক মূল আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:২২, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার মূল পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদসরা। রোববার নওগাঁ জেলার পোরশা উপজেলার নিজপুর ইউনিয়ন থেকে ওই আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লাহারপুর খড়ক পাড়া গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে মো. মোজাম্মেল হক (৬৫)।

এ বিষয়ে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়-ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের ঘটনায় করা একটি হত্যা মামলায় পলাতক ছোট ভাইয়ের পরিবারকে ধরতে গোয়েন্দা নজরদারী রাখে র‌্যাব-৫।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি চৌকষ গোয়েন্দা দলের নজরদারী ও তথ্য প্রযুক্তির সাহায্যে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্ত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় নওগাঁ জেলার পোরশা উপজেলার নিজপুর ইউনিয়নের গানোর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোজাম্মেলকে গ্রেফতার করে।

উল্লেখ্য, চলতি মাসের ২ সেপ্টেম্বর শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘরের ছাদের পানি পড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হকসহ তার পরিবার বড় ভাই রুহুল আমিনকে ব্যাপক লাঠিচার্জ করলে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজন রুহুল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে মোজাম্মেল হককে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে আসামীরা দেশের বিভিন্ন স্থানে পলায়ন করে। পরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী মোজাম্মেল হকের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উপরোক্ত ঘটনায় আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানী অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT